তবুও বেঁচে থাকতে হবে
শেখ মনিরুল হাসান
সকল বিশ্বাসঘাতকদের একদিন শাস্তি হবে , কিন্তু এই সময়টা আর থাকবে না ।
তোমার যে ক্ষতি হওয়ার তা হয়ে যাবে ।
তবুও বেঁচে থাকতে হবে বেঁচে থাকার জন্য ।
একটি দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার জন্য টিকে থাকতে হবে।
পথের মানুষ হয়ে নির্জন নিস্তব্ধতায় কেটে যাবে জীবন, তবুও বেঁচে থাকতে হবে,
আশাহত হয়ে, ব্যর্থ প্রেমিক হয়ে, সন্তানহারা, আপনহারা, পরিবার হারা তুচ্ছ জীব হয়ে বেচেঁ থাকতে হবে।
জীবন দিয়ে যাবে মর্মান্তিক সময়, আর সময় হারিয়ে যাবে ঘটনা-দূর্ঘটনার আড়ালে ।
পিতা-মাতা, বন্ধু, ভাই, আত্মীয়, অনাত্মীয় সবাই ছেড়ে যাবে তবুও টিকে থাকতে হবে।
আড়ালে চলে যাবে সব খ্যাতি, বিড়ম্বনা আর অবহেলা ।
তারপর, আরেকটি অগ্নিমূর্তি দেখার জন্য, জীবনের গভীর বিষাক্ততা আস্বাদন করার জন্য বেঁচে থাকতে হবে।
এরপরেও, অপেক্ষায় থাকতে হবে জীবনের চরম অবহেলা দেখার জন্য ।
সারা রাত জেগে থাকতে হবে, ক্ষুধার্ত কুকুর, নিশাচর পাখি আর হায়েনাদের রক্তচক্ষু দেখার জন্য ।
টিকে থাকতে হবে সোনালী দিনের সূর্যোদয় দেখার জন্য, মেঘ আচ্ছাদিত জীবনের উপাখ্যান দেখার জন্য ।
বেঁচে থাকতে হবে পিচাশদের শেষ আয়োজন দেখার জন্য ।
তবুও বেঁচে থাকতে হবে আরো একটা কাক ডাকা ভোর দেখার জন্য, এক অনাহারী মায়ের আশার দিপ্ত শিখা হয়ে ।